সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গত ২১ জুন কুইন্স পাবলিক লাইব্রেরিতে লেখকের অঙ্গনে প্রবাসের লেখক, কবি, সাহিত্যিকদের প্রাণবন্ত গ্রন্থালোচনার ধারাবাহিকতায় ১৭তম পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনার প্রারম্ভে পরিচালক নীরা কাদরী সম্মানিত আলোচকবৃন্দকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। গ্রন্থালোচনার প্রথম আলোচক অধ্যাপিকা হুসনে আরা আলোচনা করেন, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের 'কবিতার কথা' বইয়ের অন্তর্নিহিত ভাব-সৌন্দর্যের বিমূর্ত শিল্প এবং এর উৎসধারার সাহিত্য রূপ।
পরবর্তী আলোচক মোহাম্মদ মহিবুর রহমান আলোচনা করেন সুচিত্রা ভট্টাচার্যের 'শেষ বেলায়' উপন্যাসের জীবন-জিজ্ঞাসার মানবিক সত্যের রহস্য এবং সমাজের দায়ভার। এর পর সুরীত বড়ুয়ার আলোচনায় উঠে আসে প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের 'গল্প সমগ্র'র কিছু নির্বাচিত গল্পের নান্দনিক ধারার জীবনমুখী চরিত্রের সাহিত্য বিশ্লেষণ। গ্রন্থালোচনার এই পর্বে দিমা নেফারতিতি আলোচনা করেন বিশ্ববরণ্য ধ্যান-সাধক, সত্যসন্ধানী শ্রী চিন্ময় রচিত 'প্রেমালোকের কানন' (The Garden of Love-Light Poems) কবিতার বইয়ের সূত্রধরে শ্রী চিন্ময়ের আধ্যাত্মিক জীবন এবং মানবিক দর্শন ও বিশ্বশান্তি। অনুষ্ঠানের শেষপর্বের আলোচনায় লেখক ম. আমিনুল হক চুন্নুর উপস্থিতিতে তাঁর ইতিহাসনির্ভর তথ্যসমৃদ্ধ বই 'সভ্যতার সংকট' নিয়ে বিশদভাবে আলোচনা করেন এ.বি.এম সালেহউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মহাতপা পালিত, সালেহা ইসলাম, ম. আমিনুল হক চুন্নু, সেলিনা শারমিন এবং সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।
পরিশেষে পরিচালক নীরা কাদরী উপস্থিত আলোচকবৃন্দ, লাইব্রেরি লিয়াজোঁ সেলিনা শারমিন এবং কুইন্স পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে গ্রন্থালোচনার সমাপ্তি ঘোষণা করেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি