প্রবাসে সৃজনশীল সাহিত্য চর্চার ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর কুইন্স পাবলিক লাইব্রেরিতে নীরা কাদরীর পরিচালনায় অনুষ্ঠিত হলো 'লেখকের অঙ্গন'র ১৯তম গ্রন্থালোচনা পর্ব। পরিচালক নীরা কাদরী সম্মানিত আলোচকবৃন্দ এবং উপস্থিতিকে স্বাগত জানিনিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। গ্রন্থালোচনার প্রথম আলোচক কবি মোহাম্মদ মহিবুর রহমানের আলোচনায় বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র,খ্যাতিমান লেখক,কবি বুদ্ধদেব বসুর 'কালের পুতুল' গ্রন্থের নির্বাচিত প্রবন্ধের আলোকে প্রমথ চৌধুরী এবং জীবনানন্দ দাশের সৃজনশীল সাহিত্য প্রতিভা তুলে ধরেন। পরবর্তী আলোচক অধ্যাপিকা হুসনে আরা তাঁর প্রাণবন্ত আলোচনায় নিয়ে আসেন প্রথিতযশা লেখক আবুল হাসান চৌধুরী রচিত 'বাঙালির কলের গান' গ্রন্থে বর্ণিত ঊনবিংশ শতাব্দীর বাঙালীর বিনোদনের অন্যতম অবলম্বন 'কলের গান' শুনার বিরল অভিজ্ঞাতার হারানো অতীতের স্মৃতিকাতর সময়ের বিভিন্ন দিক।
পরবর্তী আলোচক লেখক, কবি সুরীত বড়ুয়া আলোচনা করেন, শান্তিনিকেতনে বিশ্বভারতীর অধ্যাপক ড. অমিত্রসূদন ভট্টাচার্য রচিত 'রবীন্দ্রনাথ কেমন করে লিখতেন' বইয়ের বিশেষ আলোচিত কিছু বিষয়, যার ভিতর দিয়ে রবীন্দ্রনাথের লেখক সত্তার অনুদ্ঘাটিত কিছুদিক পাঠক-শ্রোতার কাছে মূর্ত হয়ে ধারা দেয়। গ্রন্থালোচনার এই পর্বে সাহিত্য অনুরাগী কুলসুম আহমেদ চারু হক আলোচনা করেন,সাহিত্যিক মোঃ মোমিনুল হক'এর স্মৃতি নির্ভর 'আমার জীবন আমাদের সময়' বইয়ে আলোচিত বাস্তবতার নিরিখে জীবন ঘনিষ্ট কিছু অধ্যায়ের অংশবিশেষ। গ্রন্থালোচনার সর্বশেষ আলোচক লেখক,কবি রানু ফেরদৌস আলোচনা করেন,তারুণ্যের ছোঁয়ায় দীপ্ত লেখক সাদাত হোসাইন'এর 'আরশিনগর' উপন্যাসের হৃদয়স্পর্শী অন্তর্ভেদী বর্ণনার বিমূর্ত রূপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, সেলিনা শারমিন,প্রমুখ। পরিশেষে পরিচালক নীরা কাদরী সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত পাঠক-শ্রোতা, লাইব্রেরির সহকারী ম্যানেজার সেলিনা শারমিন এবং লাইব্রেরি কর্তৃপক্ষকে ধন্যবাদ-সর্বপরি
আগামী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে গ্রন্থালোচনার সমাপ্তি ঘোষণা করেন।
খবর, প্রেস বিজ্ঞপ্তি
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি