• সারাদেশ
  • কুমিল্লায় র‌্যাবের হাতে ১৬ হাজার ইয়াবা ও ৬ লক্ষ টাকাসহ ৪ জন গ্রেপ্তার

কুমিল্লায় র‌্যাবের হাতে ১৬ হাজার ইয়াবা ও ৬ লক্ষ টাকাসহ ৪ জন গ্রেপ্তার

১১:৩৬ পূর্বাহ্ণ , ২০ এপ্রিল ২০২৫
কুমিল্লায় র‌্যাবের হাতে ১৬ হাজার ইয়াব ও ৬ লক্ষ টাকাসহ ৪ জন গ্রেপ্তার

সাগর দেব,কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দি থেকে র‌্যাবের পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবা বড়ি ৬ লক্ষ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তালতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ সোহাগ মোল্লা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ হাজার ইয়াবা বড়ি ও নগদ পাঁচ লাখ ৯৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে দাউদকান্দি উপজেলার জুরানপুর এলাকায় মাদক বিরোধী অভিযানে মোঃ শাহাদাত হোসেন শান্ত (২৬), হৃদয় মিয়া (২৩) এবং মোঃ শাহিন মিয়া শাকিল (২৩) নামে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর