সীমান্ত টিভি নিউজ ডেস্ক: কোনো ধরনের অজুহাত দেখিয়ে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অপপ্রচার বা বিভ্রান্তিমূলক প্রচারণার মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করা যাবে না।
সোমবার সন্ধ্যায় ফেনীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিদ্যমান রয়েছে। কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা শান্তিপূর্ণভাবে উপস্থাপন করা যেতে পারে। তবে নির্বাচন বানচাল হওয়ার মতো কোনো পরিস্থিতি দেশে নেই। নির্বাচন প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জ ও নাটোর সফর করেছেন এবং কোথাও ভোট গ্রহণে বাধা সৃষ্টি হতে পারে এমন কোনো অস্বাভাবিকতা তিনি দেখেননি। নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি পুনরায় আশ্বস্ত করেন।
আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, বৈশ্বিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বর্তমানে ইতিবাচক রয়েছে। সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও সেগুলো মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন কাঠামোগত সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে যে সরকার দায়িত্ব নেবে, তারা যেন এই সংস্কার প্রক্রিয়াকে আরও গতিশীল করে এটাই বর্তমান সরকারের প্রত্যাশা।
গণভোটের গুরুত্ব তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, নারীর সমান অধিকার নিশ্চিত করা এবং অর্থ পাচার রোধ এসব বিষয় সরাসরি জনগণের স্বার্থের সঙ্গে জড়িত। এসব লক্ষ্য বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানান।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি