সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে বৃহস্পতিবার স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিকদের সামনে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। এ সময় তিনি বলেন, ঢাকাকেন্দ্রিকতার বেড়াজাল ভেঙে তৃণমূল পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দিতে নতুন বোর্ড দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি জানান, বোর্ড প্রধান আমিনুল ইসলামের নির্দেশনা অনুযায়ী ঢাকার বাইরে অভ্যন্তরীণ ক্রিকেটকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বয়সভিত্তিক ক্রিকেটে বড় পরিকল্পনা
আসিফ আকবর বলেন, প্রতিভা ধরে রাখতে বছরে কমপক্ষে আট মাস ক্রিকেট চালানোর লক্ষ্য নিয়ে বিসিবি কাজ শুরু করেছে। অনূর্ধ্ব–১৪, ১৬, ১৮ ও ১৯ দলের জন্য নিয়মিত ক্যালেন্ডার নিশ্চিত করা হবে।
এছাড়া ১৯ বছরের পর অনেকে পড়াশোনা ও মানসিক চাপে খেলাধুলা ছেড়ে দেওয়ায় দেশে অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট চালুর পরিকল্পনাও রয়েছে।
আসিফ আকবর বলেন, তিনি বলেন, ‘ঠাকুরগাঁওকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হলে তা দেশের অন্যান্য জেলায় ক্রমে প্রয়োগ করা সম্ভব হবে।’ স্টেডিয়াম পরিদর্শন করে মাঠ ও অতিরিক্ত অবকাঠামো উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ঠাকুরগাঁও স্টেডিয়ামকে জাতীয় টুর্নামেন্ট ভেন্যু হিসেবে ঘোষণার প্রস্তাব জানিয়েছেন এবং অবকাঠামো উন্নয়নে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন আসিফ। তিনি বলেন, ড্রেসিং রুম নির্মাণের দাবি নথিভুক্ত করা হয়েছে।
নারী ক্রিকেটারদের জন্য পৃথক ড্রেসিংরুম তৈরি করা হবে এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। পিচকভার দ্রুত সরবরাহ করা হবে এবং স্থায়ী গ্রাউন্ডম্যান নিয়োগ দেওয়া হবে। এছাড়া আন্তর্জাতিক মানের স্কোরবোর্ড, এক সাধারণ টার্ফ ও একটি সিন্থেটিক টার্ফসহ হার্ড উইকেট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।
আসিফ বলেন, প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টের ডিজিটাল ডাটাবেইজ তৈরি করা হবে যাতে গোটা দেশের প্রতিভাবান স্কুল প্লেয়ারদের তথ্য ধরে রাখা যায়। প্রতিটি জেলায় টুর্নামেন্ট শেষে অন্তত দুই-চারজনকে স্কলারশিপ দেওয়া হবে।
জেলা ক্রীড়া সংস্থাকে দ্রুত জেলা লিগ আয়োজনের প্রস্তাবনা বোর্ডে জমা দিতে নির্দেশ দেন তিনি। সফল হলে ঠাকুরগাঁওয়ের মডেল অনুসরণ করে অন্তত ১০টি জেলায় একই ধরনের সুবিধা দেওয়া হবে। পরিদর্শনে রংপুর বিভাগের পরিচালক, জেলা ক্রীড়া সংস্থা, স্থানীয় কোচ-সংগঠকসহ বিসিবির পরিচালক হাসানুজ্জামান ও মেম্বার সেক্রেটারি আরমান উল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি