• জাতীয়
  • খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার

৮:১৭ পূর্বাহ্ণ , ৩০ আগস্ট ২০২৫
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য, নিরাপদ বায়ু ও নিরাপদ পানির ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ বৃদ্ধি করা জরুরি। যুগোপযোগী নীতি প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে সুন্দর, সুজলা-সুফলা, নিরাপদ ও সবুজ দেশে রূপান্তর করতে হলে সাসটেইনেবিলিটির দিকে অগ্রসর হতে হবে। নাগরিকদের সচেতনতা এবং জীবনধারায় পরিবর্তন আনা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপদেষ্টা আরও বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। কীটনাশক ও রাসায়নিক সার কমিয়ে আনা, পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা এবং বনভূমি ও পাহাড়ের অযাচিত ব্যবহার বন্ধ করা সাশ্রয়ী পরিবেশবান্ধব উদ্যোগের অংশ। এছাড়া, সরকারের কাছে ট্যাক্স প্রণোদনা প্রস্তাব পৌঁছে দেয়া হবে যাতে পরিবেশবান্ধব উদ্যোগ উৎসাহিত হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রম, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, হাতিলের চেয়ারম্যান সেলিম এইচ. রহমান, অক্সফাম ইন বাংলাদেশের হেড মো. শরীফুল ইসলাম এবং মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি।

বক্তারা বলেন, বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন শুধুমাত্র নীতি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। নাগরিক, সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

মন্তব্য লিখুন

আরও খবর