সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদরাসা ও এতিমখানায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেছেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের উদ্যোগে।
রিজভী বলেন, মাদরাসার শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন। খালেদা জিয়া রাজনীতিতে আসার পর থেকেই দেশের মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে বড় প্রলোভন দেখানো হলেও তিনি দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথে থেকেছেন।
তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য দীর্ঘ সময় তাকে কারাগারে রাখা হয়েছে এবং যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। চোখের অপারেশনসহ নানা শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও তিনি হুইলচেয়ারে কারাগার থেকে বের হয়েছেন।
রিজভী আরও বলেন, আজ সারাদেশ তার সুস্থতা কামনা করছে। বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ, আলেম-ওলামা এবং বিদেশি রাষ্ট্রনায়করাও তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি সুস্থ ও দীর্ঘায়ু পান।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি