সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ একটি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, আপনার সাম্প্রতিক শারীরিক জটিলতার কথা জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা রইল।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতিতে আপনার অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকা আমরা গভীরভাবে স্মরণ করি ও মূল্যায়ন করি।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করতে গিয়ে শেহবাজ শরীফ লিখেছেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি, আপনি অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন, যাতে দল ও জাতির জন্য আপনার নেতৃত্ব ও পথনির্দেশনা অব্যাহত রাখতে পারেন। অনুগ্রহ করে আমার আন্তরিক শ্রদ্ধা ও সর্বোচ্চ সম্মান গ্রহণ করুন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি