
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির তিনবারের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কসবা পৌর বিএনপির উদ্যোগে আজ রোববার কসবা সদরের আলতাফ প্লাজা বিউটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও কসবা–আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেন, “বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর সাহসী ভূমিকা দেশের সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক আখাউড়া উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান পিপি এবং সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন। সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ ভূইয়া। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান।
সভায় বক্তব্য দেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দীন, এনামুল হক, কসবা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, সহ-সভাপতি বাদল ভূইয়া ও মিলন ডাক্তার। আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সজীব, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মো. জুয়েল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সিরাজুল ইসলাম ইমু, পৌর যুবদলের আহ্বায়ক মো. মোহসীন, সদস্য সচিব রাকিব মিয়া, সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক সাহিদুল খা, শহিদুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা ওসমান মিয়া।
কবীর আহমেদ ভূইয়া তাঁর বক্তব্যে সম্প্রতি বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নির্বাচিত হওয়ায় কসবা–আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “দেশের ক্লান্তিকালে তারেক রহমান বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব দিতে পারবেন বলে আমরা আশা করি। এ দেশের মানুষ জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা রেখে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “কসবা–আখাউড়াকে একটি আধুনিক মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বেকারত্ব কমাতে ছোট শিল্পনগরী গড়ে তুলতে পারলে এ অঞ্চল দেশের অন্যতম উন্নত নাগরিক সুবিধার অধিকারী হবে। তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়িত হলে কসবা–আখাউড়া কৃষিবান্ধব উন্নয়ন মডেল হিসেবে গড়ে উঠবে।”
রাজপথের আন্দোলনে নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিগত দিনে রাজপথে আমি ছিলাম; আগামী দিনেও আপনাদের সঙ্গে রাজপথে থাকবো। তরুণদের পথচলা অবিরাম হোক—শান্তির ছোট্ট শহর গড়ে তোলার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।


মন্তব্য লিখুন
আরও খবর
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০ ঘর পুড়ে...
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০...
আখাউড়ায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার...
আখাউড়ায় তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০...
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়নত্র জমা দিলেন কবির আহমেদ...
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনয়নত্র জমা দিলেন...
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের গ্রেপ্তার...
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী...
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯...