সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (১ ডিসেম্বর) রাতে গুলশানে অনুষ্ঠিত স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি জানান, বৈঠকটি মূলত পূর্বনির্ধারিত এজেন্ডা অনুযায়ী হলেও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা–সংক্রান্ত তথ্য পরে জানাবেন দলের ভাইস চেয়ারম্যান ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি এবং সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। তার মতে, জাতীয় রাজনৈতিক অঙ্গনে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এ প্রেক্ষাপটে বিএনপি নিজেদের পরবর্তী করণীয় নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করছে।
বৈঠকে আলোচনার এক পর্যায়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও উঠে আসে। দলের পক্ষ থেকে জানানো হয়, তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসতে পারেন বলে আশা করা হচ্ছে।
স্থায়ী কমিটির সদস্যরা সভায় অংশ নেন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে দলের অভ্যন্তরীণ কর্মকৌশল পর্যন্ত নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি