ভোট একটি দেশের নাগরিকের অধিকার, কিন্তু সেই অধিকার তখনই মূল্যবান হয় যখন তা সত্যিকারের যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে পারে। আজ আমরা এমন এক সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, যখন পুরো জাতি জানে—আমরা আমাদের যোগ্য নেতাকে খুঁজে পেয়েছি। আর তিনি হলেন, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস। জনগণের চোখে তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একজন আদর্শ, একজন পথপ্রদর্শক। তাঁর কর্ম, তাঁর নৈতিকতা, তাঁর আন্তর্জাতিক সম্মান সবকিছু মিলিয়ে তিনি এই জাতির গর্ব। এখন আর আমরা কোনো অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব চাই না। আমরা আগামী পাঁচ বছর আর কোনো ভোট দিতে চাই না। আমাদের সিদ্ধান্ত স্পষ্ট—দেশ প্রফেসর ইউনুসের হাতেই নিরাপদ। শুধু ভোট দিয়েই কি সরকার গঠিত হয়? এই ধারণা ভুল। প্রকৃত সরকার গঠিত হয় জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মাধ্যমে। যখন মানুষ রাস্তায় নামে, যখন দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলে, তখনই সৃষ্টি হয় গণঅভ্যুত্থান—এবং গণঅভ্যুত্থানই প্রকৃত গণতন্ত্রের জন্মদাতা।আমরা আর নিরব থাকব না। আমরা আর ছলনাময় ভোটের নাটক চাই না। আমরা চাই পরিচ্ছন্ন, সৎ, আন্তর্জাতিকভাবে সম্মানিত নেতৃত্ব।
এই দেশ, এই স্বাধীনতা, এই জনগণ—সবই থাকবে নিরাপদ প্রফেসর ইউনুসের নেতৃত্বে।এই ডাক পৌঁছে যাক দেশের প্রতিটি প্রান্তে। এই বার্তা ছড়িয়ে পড়ুক সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন মিডিয়া, এবং সামাজিক মাধ্যমে। কারণ, জনগণই দেশের মালিক। আর এখন মালিকের সিদ্ধান্ত—
“প্রফেসর ইউনুসকেই চাই।”
গণঅভ্যুত্থানই গণতন্ত্র।
বাংলাদেশ জাগছে। পরিবর্তন অনিবার্য
লেখক: মেহেদী হাসান মুকুট
প্রকাশিত মুক্ত কলাম লেখকের একান্ত ব্যক্তিগত। সীমান্ত টিভি কর্তৃপক্ষ এর জন্য দায়ী নয়।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি