সীমান্ত টিভি নিউজ ডেস্ক: একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির পুনর্জাগরণের প্রতীক। এই দিনটি স্মরণ করিয়ে দেয়যেখানে জনগণের ঐক্য, প্রতিবাদ ও প্রত্যয় মিলে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এটি একটি প্রতিজ্ঞার দিন, একটি গণজাগরণের উপাখ্যান।
ড. ইউনূস বলেন, আজ আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। তাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কিন্তু সেই স্বাধীনতার পঞ্চাশ বছর পরও দেশের মানুষ ন্যায়বিচার ও গণতন্ত্র থেকে বঞ্চিত থেকেছে, শোষণ ও বৈষম্যের শিকার হয়েছে।
তিনি আরও বলেন, “২০২৪ সালের উত্তাল জুলাই ছিল একটি পুঞ্জিভূত ক্ষোভের বিস্ফোরণ। ফ্যাসিবাদী সরকার জনগণের ওপর গুলি চালিয়ে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করেছিল। হাসপাতালগুলোকে আহতদের চিকিৎসা না দিতে বাধ্য করা হয়েছিল। কিন্তু এই দমন-পীড়ন শেষ রক্ষা করতে পারেনি।
ড. ইউনূস জানান, শহীদদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানো হয়েছে। আহতদের মধ্যে গুরুতরদের দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তাদের আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালে যেভাবে মানুষ সাম্য, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য অস্ত্র তুলে নিয়েছিল, ২০২৪-এর গণ-অভ্যুত্থানেও মানুষ দাঁড়িয়েছিল অত্যাচারের বিরুদ্ধে। এই দুই ঐতিহাসিক অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় এদেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথানত করে না।
ড. ইউনূস তার বক্তব্যে সকল নাগরিককে আহ্বান জানান, আসুন, আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য একসঙ্গে কাজ করি।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি