সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে গভীর সমুদ্রে মাছ ধরার কার্যক্রম জোরদার করা এবং প্রাণিসম্পদ সেবায় আধুনিকায়ন আনার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ একটি ব্যতিক্রমধর্মী মন্ত্রণালয়। এটি আমাদের সমুদ্র ও খামার উভয়ের দেখভালের দায়িত্বে রয়েছে। কিন্তু আমরা এখনো সাগরের পুরো সম্ভাবনায় প্রবেশ করিনি।
তিনি বলেন, গভীর সমুদ্রে কী ধরনের মাছ আছে, কী হারাচ্ছি এবং কেন পিছিয়ে আছি তা জানতে হবে। সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে এই খাত জাতীয় অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
গভীর সমুদ্র অঞ্চলে মাছ ধরার সম্ভাব্য এলাকা চিহ্নিত করতে জরিপ পরিচালনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রয়োজনে জাপান বা থাইল্যান্ডের মতো দেশ থেকে বিশেষজ্ঞ এনে সহযোগিতা নিতে হবে। জাপান ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। তবে যৌথ উদ্যোগের আগে নির্ভরযোগ্য তথ্য জরুরি।
তিনি বলেন, এটি শুধু মাছ ধরার বিষয় নয়, বরং একটি শিল্প গড়ে তোলার সুযোগ। এজন্য কক্সবাজারের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটকে গবেষণায় যুক্ত করতে হবে এবং আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জ্ঞান ও আইডিয়া আহ্বান করতে হবে। তবে সেই গবেষণা হতে হবে বাস্তবসম্মত ও নীতিনির্ধারণে সহায়ক।
প্রাণিসম্পদ খাতে সমস্যা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “খাদ্য ঘাটতি, রোগবালাই ও উচ্চমূল্যের টিকা গবাদিপশু খামারিদের জন্য বড় চ্যালেঞ্জ। দেশীয়ভাবে পশুখাদ্য ও টিকা উৎপাদনের পথ খুঁজে বের করাই একমাত্র সমাধান।
এছাড়া, কোরবানির ঈদের সময় গরুর চামড়ার বাজার নিয়ে তিনি বলেন, “চামড়া সিন্ডিকেট বন্ধ করতে ঈদের আগেই পরিকল্পনা নিতে হবে। ন্যায্য ও স্বচ্ছ বাজার নিশ্চিতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি