সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয় দল মুলতান সুলতানস শুধু ক্রিকেটের জন্যই নয়, এবার মানবতার দিক থেকেও নজির স্থাপন করলো। সম্প্রতি, তারা ঘোষণা দিয়েছে—গাজায় চলমান মানবিক সংকটে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াবে বিভিন্ন সহায়তা কার্যক্রমের মাধ্যমে।
শনিবার পিএসএলের প্রথম ম্যাচ শুরুর আগে এক ভিডিও বার্তায় তারিন জানান, “আমরা পিএসএলের এই মঞ্চকে ব্যবহার করতে চাই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য। প্রতিটি ছক্কা ও উইকেটেই ফিলিস্তিনের শিশুদের জন্য এক লাখ রুপি অনুদান দেওয়া হবে।
যদিও প্রথম ম্যাচে করাচি কিংসের কাছে চার উইকেটে হেরে যায় মুলতান সুলতানস, তবুও গাজাবাসীর জন্য ছিল একটি বড় প্রাপ্তি। ম্যাচে মুলতানের ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন ৯টি ছক্কা এবং বোলাররা নিয়েছেন ৬টি উইকেট সব মিলিয়ে ফিলিস্তিনের জন্য জমা হয়েছে ১৫ লাখ রুপি।
ম্যাচটিতে মুলতানের হয়ে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬৩ বলে ১০৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন, যেখানে ছিল পাঁচটি ছক্কা। তবে তার সেঞ্চুরি দলকে জয় এনে দিতে পারেনি, কারণ করাচির জেমস ভিন্স ৪৩ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলে চার বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। ফলাফল যাই হোক, মাঠে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেট এবার গাজার শিশুদের মুখে হাসি ফোটাবে, সেটাই সবচেয়ে বড় জয়।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি