সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গী এলাকায় রেললাইন সংলগ্ন একটি বস্তা মজুদের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাতে টঙ্গীবাজারের গরুহাটা এলাকায় হঠাৎ করেই এই আগুনের সূচনা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরের দিকে গুদামের পেছন দিক থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় পুরো গুদামটি দাউদাউ করে জ্বলে ওঠে এবং আশপাশের স্থাপনাগুলোও ঝুঁকির মুখে পড়ে। আগুনের তাপে পাশের মসজিদের একটি এসি ইউনিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযানে নামে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে পাঁচটি গুদামের সব মালামাল পুরোপুরি ছাই হয়ে গেছে। পাশের মসজিদ ও রিকশা গ্যারেজ বড় ধরনের ক্ষতির হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, আগুন লাগার কারণ এখনো নির্ধারণ করা যায়নি এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত নয়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি