• জাতীয়
  • গু’জ’ব-গুঞ্জনে বি’ভ্রা’ন্ত না হওয়ার আহ্বান আইন উপদেষ্টা আসিফ নজরুলের

গু’জ’ব-গুঞ্জনে বি’ভ্রা’ন্ত না হওয়ার আহ্বান আইন উপদেষ্টা আসিফ নজরুলের

৬:৩০ পূর্বাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২৫
গুজব-গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইন উপদেষ্টা আসিফ নজরুলের

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এ ধরনের তথ্য তাঁর জানা নেই। তিনি বলেছেন, বিষয়টি কেবল কয়েকটি পত্রিকায় ও অনলাইনে গুজব আকারে দেখেছেন, তবে এতে বিচলিত হওয়ার কিছু নেই।

সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আর্মি চিফ মাঝেমধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন, রাষ্ট্রপতির সঙ্গেও করেছেন। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

কেয়ারটেকার সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। প্রধান উপদেষ্টা এটি একাধিকবার স্পষ্ট করেছেন। নির্বাচন কমিশনকেও সেই অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, কিছু বিষয়ে মতভিন্নতা থাকলেও তা দূর হয়ে যাবে বলে আশাবাদী সরকার। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, গত এক বছরে মাঝেমধ্যে পরিস্থিতির অবনতি হয়েছে, আবার ভালোও হয়েছে। গণ-অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে এ ধরনের অস্থিরতা স্বাভাবিক। আমরা আগেও এ ধরনের পরিস্থিতি সামলেছি, ইনশাল্লাহ আবারও ভালো হবে।