সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী জুলাই পদযাত্রা কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের গোপালগঞ্জ পৌর পার্কে এক পদযাত্রায় অংশ নেওয়ার কথা ছিল। তবে তাদের আগমন ঠেকাতেই এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি