সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গোপালগঞ্জের গোপীনাথপুরে ৬ বাসের সংঘর্ষে পুলিশসহ নিহত ২, আহত ২০ গোপালগঞ্জের গোপীনাথপুরে ছয়টি বাসের ভয়াবহ সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। রবিবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, খুলনাগামী আরমান পরিবহনের একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় যাত্রীদের উদ্ধার কার্যক্রম চলাকালে আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকার এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ঘটে যাওয়া এই সিরিজ দুর্ঘটনায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী ঘটনাস্থলেই প্রাণ হারান।খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি