মোঃ দেলোয়ার হোসেন,আখাউড়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: গ্রীসো সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সুদীপ ঘোষ (৪০) নামে বাংলাদেশি যুবকের লাশ বাড়িতে এসেছে চলছে শোকের মাতম।। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরের রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা সুদীপের লাশ আজ বুধবার সকাল নয়টার দিকে বাড়িতে এসে পৌঁছেছে।
এর আগে মঙ্গলবার রাতে বিমানে করে সুদীপের লাশ দেশে আসে। খবর পেয়ে সকাল থেকেই আত্মীয়-স্বজনসহ বহু মানুষ তার বাড়ির সামনে অপেক্ষা করতে থাকে। বাড়িতে লাশ আসার পর স্বজন ও সুহৃদদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ঘোষপাড়ার বাসিন্দা দুলাল ঘোষ জয় নামে এক যুবক জানান, সুদীপ ২০ আগস্ট মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। কাজে যাওয়ার পথে তাকে বহনকারি মোটরসাইকেল একটি খুঁটিতে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটর সাইকেলে থাকা আরো এক আরোহী মারা গেছেন বলেও জানা গেছে
দুলাল ঘোষ আরো জানান, প্রায় এক যুগ আগে সুদীপের বাবা সুকুমার ঘোষ নিখোঁজ হন। বাবার শ্রাদ্ধ করতে বছর দেড়েক আগে সুদীপ সর্বশেষ দেশে আসেন। পরিবারে সুদীপের মা, স্ত্রী, ছোট কন্যা সন্তানসহ চাচার পরিবারের লোকজন রয়েছেন। তার লাশ আখাউড়া লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণে দাহ করা হবে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি