সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে দেশের নদীবন্দরগুলোতে নৌযান চলাচলে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ১০টার পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে নদীবন্দর এলাকায় দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়েও কমে যেতে পারে। এ অবস্থায় নদীতে চলাচলকারী সব ধরনের নৌযানকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ সময় কোনো ধরনের বিপৎসংকেত দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, কুয়াশার কারণে নদীর বিভিন্ন অংশে দূরদৃষ্টি কমে যেতে পারে, যা নৌযান চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে। তাই নাবিকদের ধীরগতিতে চলাচল, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং আশপাশের নৌযানের অবস্থান নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া যাত্রীবাহী ফেরি, ছোট নৌকা ও ট্রলারগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত আলো ব্যবহার ও নেভিগেশন যন্ত্র সচল রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের মতে, এই কুয়াশা সাধারণত সকাল ও দুপুরে বেশি ঘন থাকে এবং বিকেলের দিকে ধীরে ধীরে কমে আসতে পারে। নদীপথে চলাচলকারী নাবিকদের এ নির্দেশনা গুরুত্বের সঙ্গে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি