সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি আবারও নতুন সিনেমার মাধ্যমে আলোচনায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘শাস্তি’-তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সম্প্রতি আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
সেখানে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরীমনি বলেন, কাজ করতে এসে তাকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তার ভাষায়, অনেকেই তাকে একটু বেশি শত্রু ভাবেন। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রিতে তার অবস্থান এবং কাজের ধরন অনেকের কাছেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
পরীমনি আরও বলেন, সম্প্রতি যেসব কাজ তিনি করেছেন, সেখানে অনেক সময় কোনো নায়ক ছিল না। বিষয়টি নিয়েও নানা আলোচনা হয়েছে। আবার নায়কদের সঙ্গে কাজ করলেও প্রচারণার সময় তাদের পাওয়া যায় না বলেও ইঙ্গিত দেন তিনি। যদিও এসব কথা বলা উচিত কি না, তা নিয়েও দ্বিধার কথা জানান এই অভিনেত্রী।
‘শাস্তি’ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটি পরিচালনা করছেন লিসা গাজী। নির্মাতা সূত্র জানায়, চলতি বছরের অক্টোবর-নভেম্বরের দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে টানা নয় দিন মালয়েশিয়ায় অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সন্তানদের নিয়ে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে কিছু সময় কাটান এই অভিনেত্রী।
নতুন সিনেমা ও ব্যক্তিগত অভিজ্ঞতা মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে পরীমনি। ‘শাস্তি’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এখন থেকেই চোখে পড়ার মতো।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি