
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: চার দিনের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে বাংলাদেশের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা ঘোষণার সম্ভাবনা রয়েছে।
জাপান সফরে ড. ইউনূস দেশটির পররাষ্ট্রমন্ত্রী, জাইকার প্রেসিডেন্ট এবং জেট্রোর প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি টোকিওতে একটি ব্যবসা সেমিনারে অংশগ্রহণ করবেন, যেখানে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।
২৯ মে তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন ‘নিক্কেই ফোরাম’-এ অংশ নেবেন। এরপর ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
এসব সমঝোতার মধ্যে রয়েছে প্রিপেইড গ্যাস মিটার স্থাপন বিষয়ে জেবিআইসির সঙ্গে ঋণচুক্তি, ওনডা ও নাকসিস কোম্পানির সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি সংক্রান্ত চুক্তি, ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন বিষয়ে বিডা’র সঙ্গে চুক্তি, বিডাতে ওয়ান স্টপ সার্ভিস প্রযুক্তি স্থাপন সংক্রান্ত জাইকার সঙ্গে সমঝোতা, এবং বিএমইটি’র সঙ্গে দক্ষতা ও ভাষা উন্নয়ন সংক্রান্ত দুটি সমঝোতা।
এছাড়াও বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার লক্ষ্যে ‘এক্সচেঞ্জ অব নোটস’ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধান...
গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের...
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর হিসাব জমার শেষ দিন আজ
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর হিসাব জমার শেষ...
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুনকে জিন বলে ডাকতেন :...
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুনকে জিন বলে...
সারা দেশে পুলিশের ১১ অতিরিক্ত এসপি ও এএসপির...
সারা দেশে পুলিশের ১১ অতিরিক্ত এসপি...
বিদেশে চিকিৎসা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি
বিদেশে চিকিৎসা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত...
বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছেন তারেক রহমান : মির্জা...
বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছেন তারেক রহমান...