সীমান্ত টিভি নিউজ ডেস্ক: চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জানা গেছে, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে গত সপ্তাহে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টাকে একটি চিঠি দেন। চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। তবুও তিনি নিজ ইচ্ছায় দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে দলের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সের সহযোগিতার জন্য কাতার সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে দোহায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে মে মাসের শুরুতেই বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া গত ৮ জানুয়ারি কাতার সরকারের সহায়তায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি