সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তারুণ্যের শক্তিই একটি জাতির প্রধান চালিকাশক্তি। যুবসমাজ যখন সক্রিয়, উদ্যমী ও উদ্ভাবনী শক্তিতে সমৃদ্ধ থাকে, তখন কোনো বাধাই তাদের অগ্রযাত্রাকে থামাতে পারে না।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। এ আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারও রয়েছেন।
ড. ইউনূস বলেন, তরুণদের অবদান আজ আর শুধু শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই; তারা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রাখছে। ইতিহাসের প্রতিটি গণআন্দোলন ও পরিবর্তনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসবেই—কখনো জনস্বাস্থ্য, কখনো শিক্ষা বা পরিবেশ সংকট। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে। স্বেচ্ছাসেবা কেবল মানবকল্যাণেই সীমিত নয়, এটি আত্ম-উন্নয়ন, চরিত্র গঠন ও নেতৃত্বের উৎকর্ষ সাধনেরও এক আদর্শ পথ।
তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “তোমরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থেকো না; সমাজের নীতি-নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হয়ে ওঠো। আজকের এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, বরং সাহসী নেতৃত্বের জন্য আহ্বান।”
ড. ইউনূস মনে করিয়ে দেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বড় পরিবর্তন আনতে পারে। একটি ছোট উদ্যোগ স্বাস্থ্যখাতে হাজারো শিশুকে সুস্থ রাখতে পারে, শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন ঘটাতে পারে, আর পরিবেশ রক্ষায় মিলিত প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পারে।
তিনি বলেন, স্বেচ্ছাসেবার পথ সহজ নয়; সময়, অর্থ ও মানসিক চাপের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। কিন্তু এ পথেই গড়ে ওঠে ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বগুণ। তাই তরুণদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক ও উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি