শাহীন আলম জয়: সমাজ, নেতৃত্ব, গণমাধ্যম ও মানবিক মূল্যবোধে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা জানাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
গত ১৭ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের একটি তিন তারকা হোটেলে বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিশিষ্ট বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিসিএল-এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের মধ্যে ছিলেন জনপ্রিয় জাদুশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ, কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার প্রোগ্রাম অ্যাডভাইজার তাশরিক আহমেদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, চিত্রনায়ক শাকিল খান, ম্যারেজ সলিউশন বিডি’র ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন শুভ, মোটিভেশনাল স্পিকার চন্দা মেহজাবিন, এবিএম সিদ্দিক শাওনসহ দেশের বিভিন্ন অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আয়োজক কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর আরকে রিপন বলেন,
“সমাজ, নেতৃত্ব, গণমাধ্যম এবং মানবিক মূল্যবোধে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের স্বীকৃতি দিতেই প্রতিবছর গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।”
পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ। অতিথিদের উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি