সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইন ভাঙা থাকায় এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত হয়ে ট্রেনটি প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে থামে। হঠাৎ এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন।
দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে। পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত বগি সরানো না পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
যাত্রীদের অভিযোগ, রেললাইন সংস্কারে অবহেলা ও গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, সময়মতো ট্রেন থামানো না গেলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত। এক যাত্রী তাসিম বিল্লাহ বলেন, সান্তাহার স্টেশন ছাড়ার পর পুরো ট্রেন ধোঁয়ায় ঢেকে যায়। হঠাৎ বিকট শব্দ ও ঝাঁকুনির পর ট্রেন থেমে যায়। আমরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় ক্ষতি হয়নি।”
স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন জানান, রাত সাড়ে তিনটার দিকে বিকট শব্দ শুনে এসে দেখেন ট্রেন লাইনচ্যুত অবস্থায় পড়ে আছে। আক্কেলপুর স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, রাত ৩টা ১২ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়। দ্রুত উদ্ধার কার্যক্রম চলছে। সান্তাহার স্টেশনমাস্টার খাতিজা খাতুন জানান, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে কাজ করছে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করছেন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। আমরা দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছি।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি