সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় সরকার তাঁর সফরে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, একটি ধর্মীয় প্রতিষ্ঠান আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের দুই দিনের সফরের আয়োজন করেছিল। এ ছাড়া রাজধানীর বাইরে আরও কয়েকটি স্থানে তাঁর বক্তৃতার পরিকল্পনাও ছিল। তবে এ নিয়ে প্রশাসনসহ বিভিন্ন মহলে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল।
বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা মত দেন, ড. নায়েক দেশে এলে বড় ধরনের জনসমাগম ও নিরাপত্তাজনিত চাপ তৈরি হতে পারে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় প্রশাসনের বিভিন্ন সংস্থা বর্তমানে নির্বাচনকেন্দ্রিক কাজে ব্যস্ত, ফলে এমন বৃহৎ আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।
পরিস্থিতি বিবেচনায় সভায় সিদ্ধান্ত হয়— জাতীয় সংসদ নির্বাচন শেষে তাঁর সফর পুনর্বিবেচনা করা যেতে পারে। তবে নির্বাচনের আগে দেশে তাঁর আগমন অনুমোদন করা হবে না।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানের হোলি আর্টিজান হামলার পর ভারত সরকার ড. জাকির নায়েকের বিরুদ্ধে উগ্রবাদে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনে। এরপর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং বর্তমানে পুত্রজায়া শহরে স্থায়ীভাবে বসবাস করছেন।
সরকারি কর্মকর্তাদের মতে, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনপূর্ব পরিস্থিতিতে ড. নায়েকের আগমন দেশে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য অনুকূল নয়।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি