সীমান্ত টিভি প্রতিবেদক: চিকিৎসা সেবায় এক উজ্জ্বল নক্ষত্র ডা: মঞ্জুর এ খোদা যিনি দেশে কাটাছেঁড়া বিহীন বাত ব্যথা (স্টেমসেল ও রিজেনারেটিভ মেডিসিন) বয়সের ছাপ হ্রাস চিকিৎসার পথিকৃত হিসেবে এশিয়ার ১৫টি দেশের সমন্বিত প্লাটফর্ম ASIA's ICON পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ থেকে ব্যক্তি ক্যাটাগরিতে শুধু তাকে নির্বাচন করা হয়েছে। আগামি ২৬ জুলাই মালয়েশিয়া কুয়ালালামপুরে কানেক্সন কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও তার উল্লেখিত অ্যাওয়ার্ড গুলো হলো মিরর ফ্যাশন লাইফ স্টাইল অ্যাওয়ার্ড, দুবাইতে বাংলাদেশের প্রথম চিকিৎসক হিসেবে বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড, রিজেনারেটিভ মেডিসিনের উপর হাটুর ক্ষয় নিরাময়ে স্টেম সেলের ভূমিকা শীর্ষক প্রথম কোন বাংলাদেশি চিকিৎসকের উকে জার্নালে গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে ।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি