সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জেলা সংগঠক ইয়াকুব আলীর সঞ্চালনায় আখাউড়া উপজেলার দায়িত্বশীল জমসিদ ভুইয়া, রুবায়েত, ফারহান সাকিব, সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে সভাপতি ছিলেন আজিজুর রহমান লিটন এবং প্রধান অতিতি ছিলেন কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম মূখ্য সংগঠক জনাব আতাউল্লাহ, বিশেষ অতিতি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক জিহান মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী আখাউড়া উপজেলার আমীর ও সেক্রেটারী সহ প্রকৌশলী আমিনুল হক চৌধুরী এছাড়া আরো বক্তব্য রাখেন জেলার সংগঠক আক্কাসমীর, আসাদৌজ্জামান খোকন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি