সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় বড় ধরনের পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো নির্বাচনী পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার করে প্রচারণা পরিচালনা ও বিদেশে যেকোনো ধরনের নির্বাচনী কার্যক্রমেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নতুন ‘আচরণবিধিমালা, ২০২৫’ জারি করে এসব নির্দেশনা জানায় ইসি। গেজেটটি প্রকাশ করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
নতুন বিধিমালা অনুযায়ী:
প্রার্থীরা পোস্টারের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যানার, বিলবোর্ড বা সমমানের সামগ্রী ব্যবহার করতে পারবেন।
কোনোভাবেই পলিথিন, রেকসিন বা অ-জীবাণুনাশক উপাদান ব্যবহার করা যাবে না।
প্রচারণায় শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের বেশি রাখা নিষিদ্ধ।
এছাড়া যানবাহন ব্যবহার করে মিছিল বা শোডাউন করা নিষিদ্ধ। মশাল মিছিল, উসকানিমূলক শোভাযাত্রা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডকেও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কঠোর দণ্ডের বিধান যুক্ত করা হয়েছে:
গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা যাবে।
অন্যান্য লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।
একই অপরাধে রাজনৈতিক দলকেও সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার সংক্রান্ত নতুন বিধানেও কঠোরতা আনা হয়েছে। অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার, ঘৃণাত্মক বক্তব্য তৈরি, ভুয়া তথ্য উৎপাদন, প্রতিপক্ষের চেহারা বিকৃতি বা বানোয়াট ডিজিটাল কনটেন্ট তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
গণমাধ্যমে রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে একদিনে সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণা বাধ্যতামূলক করা হয়েছে।
সব প্রার্থী ও রাজনৈতিক দলকে আচরণবিধি মেনে চলার বিষয়ে লিখিত অঙ্গীকারনামা দিতে হবে, এবং তা লঙ্ঘন করলে ইসি আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
কমিশন সূত্র জানিয়েছে, নতুন বিধিমালার মূল লক্ষ্য হলো নির্বাচনী প্রচারণায় পরিবেশ রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায্যতা নিশ্চিত করা।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি