সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি’র প্রার্থী হিসেবে নামবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি।
বুধবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ তার আছে। তবে কিভাবে করবেন এবং শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে, তা এখনো নিশ্চিত নয়। তিনি জানান, নির্বাচনে অংশ নিলে অবশ্যই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন।
তবে তপশিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আসিফ। এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপি’তে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি-না, সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো, এনসিপির বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো কি-না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি।
আসিফ আরও বলেন, যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম; এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল। আমার মনে হয় যে, তাদের কারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি