সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থানে রয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিস পরিদর্শন শেষে বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন নিয়ে আলোচনার প্রসঙ্গটি তোলেন।
আসিফ নজরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের ওপর চাপ সৃষ্টি করতে বা আমাদের ওপর চাপ বাড়াতে নানা মন্তব্য করে থাকে। এসব মন্তব্যের কিছুটা সত্যতা থাকলেও তা জনগণের মধ্যে অযথা শঙ্কা তৈরি করে। বাস্তবে নির্বাচনের তারিখ নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।”
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬–১৭ বছর দেশে নির্বাচন হয়নি এমন ধারণার কারণে মানুষ কিছুটা উদ্বিগ্ন। ৫ কোটি মানুষ এখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। ফলে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের জন্য আগ্রহ ও উৎসাহ উভয়ই প্রবল।”
জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের ইচ্ছার বিষয় নয়। পুলিশের প্রতিবেদন, ভিডিও ফুটেজ বা অন্যান্য প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত হয়। যেখানে আইনি যোগ্যতা থাকে, সেখানে জামিন দেওয়া হয়। তবে যারা জামিন নিয়ে পুনরায় অপরাধ করতে পারে বা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে—এমন ক্ষেত্রে আমরা বিশেষভাবে সতর্ক থাকি।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি