সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের ভাড়া বাসা থেকে তিনি শেরে-বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে যান। সেখানে কোরআন তেলাওয়াত ও মোনাজাতে অংশ নিয়ে প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনা করেন খালেদা জিয়া।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দোয়া শেষে খালেদা জিয়া কিছুক্ষণ নীরবে অবস্থান করেন এবং পরে দলের নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ শেষে গুলশানের বাসায় ফিরে যান।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি