সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোমবার সন্ধ্যায় আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জন্য জামিন মঞ্জুর করেছেন। এই সিদ্ধান্তের পর তিনি আদালত থেকে মুক্তি পেয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্টে অনুষ্ঠিত আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলার হুমকি দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করা হয়।এর আগে, ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার পুলিশ গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছিল। জামিন মঞ্জুর হওয়ার পর তিনি আইনের আওতায় মুক্তি পেয়েছেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি