সীমান্ত টিভি নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
আজ সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোস্টে প্রেসসচিব লিখেছেন, ‘বিএএল, এর তাড়না এবং তাদের গণহত্যাকারী নেতারা মনে করেন এটি অক্টোবর ২৮, ২০০৬ আবার। তারা কল্পনা করছে যে দিনে দুপুরে এক ডজন মানুষকে জবাই করে রাস্তা দখল করার জন্য হাজার হাজার গুন্ডা কেন্দ্রীয় ঢাকায় পাঠিয়ে দিবে।
দুঃখিত এটা নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন কর্তৃক প্রতিবাদ করার যে কোন প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে পূরণ করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নিও না। এবং মনে রাখবেন: এটা অক্টোবর ২৮, ২০০৬ নয়।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি