সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপটি অনুষ্ঠিত হবে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যোগ দিতে পারেন বলে জানা গেছে।
সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলকে। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে বলে দলের প্রেস উইং জানিয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে নীতিগত ঐকমত্যে পৌঁছালেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব করেছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিল এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি