সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় এই সংলাপ।
কমিশনের আমন্ত্রণে আয়োজিত আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি-সহ ৩০টিরও বেশি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে অংশগ্রহণকারী নেতারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার, রাজনৈতিক সমঝোতা এবং সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করেন।
কমিশন সূত্র জানায়, জুলাই সনদে বাস্তবায়ন প্রক্রিয়ার সুস্পষ্ট দিকনির্দেশনা না থাকায় রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করা হচ্ছে। কমিশনের এক সদস্য বলেন, “এই সংলাপ কেবল আলোচনা নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক সমঝোতার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।”
উল্লেখ্য, ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপটে জুলাই মাসে ঘোষিত হয় ঐতিহাসিক ‘জুলাই সনদ’। এতে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা, নির্বাহী বিভাগের জবাবদিহি এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত ছিল। তবে সনদের বাস্তবায়ন কৌশল স্পষ্ট না থাকায় কমিশন রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মতামতের ভিত্তিতে একটি কার্যকর ও গ্রহণযোগ্য পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি