শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া অভিযোগ করে বলেছেন, নবগঠিত জেলা বিএনপির কমিটিতে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয়, জেল-জুলুমে পরিশ্রান্ত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। অথচ সেখানে একাধিক বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে হোটেল (আল ফারুক) নামে এক আবাসিক হোটেল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “কমিটিতে এমন ব্যক্তিকেও স্থান দেওয়া হয়েছে, যিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এমনকি একই পরিবার থেকে একাধিকজনকে পদ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “রাজনীতি করতে গেলে ত্যাগ ও অভিজ্ঞতার ভিত্তিতে পদ পাওয়া উচিত। এখনও ত্রিশ বছর হয়নি এমন একজনকে উপদেষ্টার মত গুরুত্বপূর্ণ পদে বসানো প্রশ্নের জন্ম দেয়। তারপরও আমি কখনও দলের বিরুদ্ধে অবস্থান নিইনি, অতীতের প্রতিটি কমিটিকে সমর্থন দিয়ে কাজ করেছি। যেহেতু কেন্দ্রীয় কমিটি এই কমিটিকে অনুমোদন দিয়েছে, আমিও তা মেনে নিচ্ছি।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি