
সাগর দেব,কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম ঝাকুনিপাড়ায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকার উদ্যমী তরুণ-যুবকদের সমন্বয়ে গঠিত নতুন সামাজিক সংগঠন “ঝাকুনিপাড়া বয়েজ ক্লাব”। গতকাল অনুষ্ঠিত হয়েছে ক্লাবটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং এর অংশ হিসেবে আয়োজন করা হয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি, যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এলাকার বিপুলসংখ্যক মানুষ।
ঝাকুনিপাড়ার প্রাণকেন্দ্রে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক উপ-মহাব্যবস্থাপক, বর্তমান মসজিদ কমিটির সভাপতি ও ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব মমতাজ উদ্দিন আহমেদ। তাঁর নেতৃত্বে অনুষ্ঠানের পরিবেশ ছিল অত্যন্ত প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গর্ব, বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ জহির উদ্দিন । তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের উদ্যোগ এলাকার যুবসমাজকে সুশৃঙ্খল, মানবিক ও ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—সাবেক সফল ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জলিল মেম্বার, ক্লাবের উপদেষ্টা আলম সর্দার, প্রবীণ সমাজসেবক জনাব আলী মিয়া ও সাহেব আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু বকর বিন রাশেদ। অতিথিবৃন্দ ক্লাবের এ শুভ সূচনাকে স্বাগত জানান এবং ভবিষ্যত পথচলায় পাশে থাকার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে সম্পন্ন হয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি, যাতে অংশগ্রহণ করেন প্রায় ২৫০ জন স্থানীয় বাসিন্দা। এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে একটি কার্যকরী উদ্যোগ হিসেবে ক্লাব নিজেদের ভূমিকা প্রমাণ করে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের জন্য ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন— সভাপতি মোঃ আব্দুল কাদের,সাধারণ সম্পাদক: নঈম মোঃ মহিউদ্দিন নায়েল,সাংগঠনিক সম্পাদক: আবু বকর বিন রাশেদ,কোষাধ্যক্ষ: মহিউদ্দিন সাগর
একটি সুসংগঠিত ও কার্যকর কমিটি গঠনের মধ্য দিয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য শুধুমাত্র একটি সামাজিক সংগঠন গঠন নয়, বরং সমাজের প্রতিটি স্তরে মানবিকতা, সচেতনতা, একতা এবং উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া। ক্লাবটি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে গঠনমূলক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
অতিথিরা তাঁদের বক্তব্যে এই সংগঠনকে “এলাকার জন্য আশার আলো” হিসেবে অভিহিত করেন এবং তরুণদের এমন উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। তাঁরা বলেন, “এই ক্লাব একদিন শুধু ঝাকুনিপাড়া নয়, পুরো জগন্নাথপুর ইউনিয়নের উন্নয়নে অবদান রাখবে।”
ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের যাত্রা শুরু হয়েছে এক মানবিক ও সচেতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে। এটি নিঃসন্দেহে এলাকাবাসীর জন্য একটি আনন্দদায়ক ও গর্বের বিষয়। এই সংগঠনের চলার পথ যেন হয় আলোকিত, শক্তিশালী এবং সমাজকল্যাণে নিবেদিত—এমনটাই প্রত্যাশা সকলের।
মন্তব্য লিখুন
আরও খবর
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকের লাশ দেশে...
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো যুবকের...
ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে আখাউড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা।
ট্রেড লাইসেন্স পরিদর্শন অভিযানে আখাউড়ায় দুই...
জেলা প্রশাসক প্রত্যাহারের দাবিতে আখাউড়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
জেলা প্রশাসক প্রত্যাহারের দাবিতে আখাউড়ায় হিন্দু...
কুমিল্লা থেকে জাতীয় অঙ্গনে—সত্যের পথে অবিচল শাহজাদা এমরান
কুমিল্লা থেকে জাতীয় অঙ্গনে—সত্যের পথে অবিচল...
কল্লা শহীদ (রঃ) মাজারে বার্ষিক ওরশ, নিরাপত্তায় সেনা-বিজিবি।
কল্লা শহীদ (রঃ) মাজারে বার্ষিক ওরশ,...
অধ্যক্ষ শাহজাহান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ
অধ্যক্ষ শাহজাহান ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানালেন...