• সারাদেশ
  • ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫ অনুষ্ঠিত

ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫ অনুষ্ঠিত

৬:১৯ পূর্বাহ্ণ , ১৯ জুলাই ২০২৫
ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫ অনুষ্ঠিত

সাগর দেব,কুমিল্লা প্রতিবেদকঃ জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশ দূষণ আজ পৃথিবীর অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। এমন প্রেক্ষাপটে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আর এ উপলব্ধি থেকেই ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের উদ্যোগে ও প্রবাসি পরিষদ ও প্রধান উপদেষ্টা জহির উদ্দিনের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয় “বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৫”। এ মহতী আয়োজন যেন একটি সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গঠনের অনন্য নজির।

অনুষ্ঠানটি ক্লাবের সভাপতি জনাব আব্দুল কাদের এর পরিচালনায় এবং সাধারণ সম্পাদক এনএম মহিউদ্দিন নায়েল এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা ও অভিজ্ঞ সমাজকর্মী মমতাজ উদ্দিন আহমেদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি ও পরিবেশবান্ধব নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত জনাব আব্দুল্লাহিল বাকি।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিনজেনটা কোম্পানির সেলস প্রমোশন অফিসার জনাব খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনার সচিব ও সাংবাদিক সাগর দেব, বিশিষ্ট সমাজসেবক আলী মিয়া এবং আলম সর্দার।

অনুষ্ঠানে ঝাকুনিপাড়া বয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং পরিবেশপ্রেমী জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
১৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহিল বাকী বলেন,আজকের বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম একটি সবুজ ও সুস্থ পরিবেশে বেড়ে উঠুক। এমন একটি মহতী উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।”

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক সাগর দেব বলেন,তরুণ সমাজ যদি এইভাবে পরিবেশের প্রতি সচেতন হয়, তাহলে আগামী দিনে আমাদের দেশ হবে আরও সবুজ, আরও সুন্দর। আমি এই ক্লাবের কার্যক্রমে বরাবরই মুগ্ধ।”

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এছাড়া আগত অতিথিরা সকলকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

মন্তব্য লিখুন

আরও খবর