
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। সেই বাস্তবতা পরিদর্শনে বুধবার (৪ জুন) স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্টেশনে পৌঁছেই তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন, টিকিট পাওয়ার সুবিধা-অসুবিধার খোঁজ নেন। ঠিক সে সময় ঘটেছে এক হৃদয়ছোঁয়া ঘটনা—যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, আবেগে ভাসিয়ে দেয় হাজারো মানুষকে।
উপদেষ্টার গাড়ি থেকে নামার মুহূর্তে একটি পথশিশু, যার নাম রামিন, এগিয়ে এসে সালাম জানায়। উপদেষ্টাও স্নেহভরে তার দিকে হাত বাড়ান। শিশুটি শ্রদ্ধায় তার পা ছুঁতে চাইলে তিনি তা বিনয়ের সঙ্গে থামিয়ে দেন এবং তাকে দোয়া করেন। এরপর রামিনকে কিছু অর্থ দেওয়ার চেষ্টা করেন উপদেষ্টা।
কিন্তু সবার বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায় ছোট্ট সেই ছেলেটির প্রতিক্রিয়া। বিনয়ের সঙ্গে সে টাকা নিতে অস্বীকৃতি জানায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়,
স্যার টাকা লাগব না, না না, টাকা লাগব না।
উপদেষ্টা কয়েকবার চেষ্টা করেও তাকে টাকা দিতে পারেননি। রামিন চলে যাওয়ার সময় আবার তাকে ডেকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন। এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা আবেগে ভাসিয়ে দেয় হাজারো মানুষকে।
পরে সাংবাদিকরা রামিনের কাছে জানতে চাইলে সে জানায়—“স্যার গাড়ি থেইকা নামার পর আমি ধরছিলাম, তাই খুব ভালো লাগছে। কিন্তু টাকা না নেওয়ার বিষয়ে তার বক্তব্য ছিল আরও গভীর ও মানবিক। রামিন বলে “টাকা নিলে মাইনষে মন্দ কইব। এই টাকা দিয়া দুদিন খাইলেই শেষ হইয়া যাইব। আমার টাকা লাগব না। উনার দোয়া হইলেই চলব। নিজেকে নেত্রকোনার জাহেরপুর গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেয় সে। এই ঘটনাটি কেবল এক পথশিশুর আত্মসম্মানবোধ ও মূল্যবোধের উদাহরণ নয়, বরং আমাদের সমাজকে নতুন করে ভাবতে শেখায় একটি শিশু, যার নেই মাথা গোঁজার ঠাঁই, যার জীবনে প্রতিদিনই সংগ্রাম, সেই শিশুর মুখে এমন উচ্চতা ও সততার কথা নিঃসন্দেহে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। অনেকে বলছেন এই একটি ভিডিও আমাদের শেখায়, সম্মান আর সততা কখনও অর্থে ধরা যায় না।


মন্তব্য লিখুন
আরও খবর
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ...
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪...
২২ দিনের বিরতি শেষে আজ রাত থেকেই নদীতে...
২২ দিনের বিরতি শেষে আজ রাত...
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শফিকুল আলম
উপদেষ্টাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে:...
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে...
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি...