সীমান্ত টিভি ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে আবারও রাজত্বের সময়কাল আরও দীর্ঘ করার সুযোগ পাচ্ছেন বেলারুশের নারী টেনিস তারকা। রড লেভার অ্যারেনায় হ্যাটট্রিক শিরোপা উঁচিয়ে ধরতে এখন এক ধাপ দূরে সর্বশেষ দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।
প্রথম সেমিফাইনালে নিজের ভালো বান্ধবী পাউলো বাদোসাকে সরাসরি ৬-৪, ৬-২ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন সাবালেঙ্কা।
এতে দুর্দান্ত এক কীর্তি গড়ার সামনে তিনি। টেনিস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের পর প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের কীর্তি গড়ার পথে। মোট ৫ গ্র্যান্ড স্লামজয়ী সুইস কিংবদন্তি ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন।
প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলা বাদোসাকে প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারান সাবালেঙ্কা।
দ্বিতীয় সেটে আবার স্প্যানিশ তারকাকে দাঁড়ানোরই সুযোগ দেননি নারী একক টেনিসের শীর্ষ বাছাই। ৬-২ ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়ের সামনে সাবালেঙ্কা।
দ্বিতীয় সেমিফাইনালিস্ট ইগা সিয়াতেক ও ম্যাডিসন কিসের মধ্যে যিনিই জিতবেন তার বিপক্ষেইজ শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়বেন তিনি। গত বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনেরও বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি