মোঃ দেলোয়ার হোসেন, (প্রতিনিধি) আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেড লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।আখাউড়ায় পৌর ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পৌরসভার লাইসেন্স পরিদর্শক সুমন চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, ট্রেড লাইসেন্স না থাকায় হাজী কাচ্চি ঘরকে দুই হাজার টাকা এবং সড়ক বাজারের ঢাকা ডেন্টাল কেয়ারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও অতীশ দর্শী চাকমা জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি