সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সম্পাদকীয় পদে বিপুল জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে তারা জয়লাভ করেছেন। বাকি ৩টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা যায়। ডাকসুতে মোট ২৮টি পদ রয়েছে, এর মধ্যে সম্পাদকীয় ১২টি, আর সদস্য পদ ১৩টি।
সম্পাদকীয় পদে বিজয়ীরা
সহ-সভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম (শিবির সমর্থিত)
সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ (শিবির সমর্থিত)
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মুহা. মহিউদ্দীন খান (শিবির সমর্থিত)
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (শিবির সমর্থিত)
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার (শিবির সমর্থিত)
কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা (শিবির সমর্থিত)
আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান (শিবির সমর্থিত)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন (শিবির সমর্থিত)
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ (শিবির সমর্থিত)
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম (শিবির সমর্থিত)
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ (শিবির সমর্থিত)
মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া (শিবির সমর্থিত)
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি