সীমান্ত টিভি নিউজ ডেস্ক: দেশের বাজারে ফের কমানো হয়েছে জ্বালানি তেলের দাম। নতুন করে প্রতি লিটার ডিজেলের দাম কমেছে ২ টাকা, অকটেন ও পেট্রোলের দাম কমেছে ৩ টাকা করে। তবে কেরোসিনের দাম উল্টো বেড়েছে ১০ টাকা। শনিবার (৩১ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ১ জুন (রবিবার) থেকে নতুন এই মূল্যহার কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম প্রতি লিটারে ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাস থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় কার্যক্রম চালু করে। সেই অনুযায়ী, প্রতি মাসেই সংশোধিত দাম ঘোষণা করা হচ্ছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি