সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। এ বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গণভোটের প্রচারণা এখনো মূলত শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে মিলিতভাবে ব্যাপক প্রচারণার প্রস্তুতি নিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, দেশের নিরাপত্তা আগের চেয়ে অনেক উন্নত। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। যদিও মাঝে মাঝে ছুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, তবে তা বিচ্ছিন্ন। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি ভোট পর্যন্ত আরও ভালো থাকবে।
মক ভোটিং আয়োজন প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচনকে আইডিয়াল পরিবেশে কিভাবে পরিচালনা করা যায়, তা দেখতেই এই কার্যক্রম। ভোট দেওয়ার প্রক্রিয়া জনগণকে দেখাতে এবং দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগে, তা পরিমাপ করতেও এই মক ভোটিং করা হয়েছে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি