সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, “নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার প্রভাবাধীন নয়; কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, সরকার দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছে। বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে নির্বাচনের আগে বিচার শেষ হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।”
এ সময় এনসিপির ‘শাপলা প্রতীক’-এর দাবির বিষয়ে সিইসি বলেন, “নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকায় ‘শাপলা প্রতীক’ নেই। তাই আইনের বাইরে গিয়ে ওই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ছয় জেলার জেলা প্রশাসক, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় সিইসি বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলাদা মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি