সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা-আখাউড়া উপজেলার শিক্ষার্থীদের অন্যতম শীর্ষস্থানীয় অরাজনৈতিক সংগঠন "ঢাকা বিশ্ববিদ্যালয় কসবা-আখাউড়া ছাত্র সংসদ" (ডুসাকা) এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইমন বিন শহিদ-কে সভাপতি ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি নজির আহমেদ ও সাধারণ সম্পাদক রিমন আহমেদ ভূঁইয়া'র যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ০৬ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নবনির্বাচিত সভাপতি ইমন বিন শহীদ'র পৈতৃক নিবাস আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামে এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম-এর বাড়ি কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: যুগ্ম সাধারণ সম্পাদক: তাসনিম আহমেদ সিফাত, আলাউদ্দিন হৃদয়। সাংগঠনিক সম্পাদক: নাবিল মিয়া, শিমু আক্তার।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই অরাজনৈতিক ও শিক্ষাবান্ধব সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কসবা-আখাউড়া উপজেলার শিক্ষার্থীদের সুবিধা ও সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষা, সাংস্কৃতিক বিকাশ, সামাজিক সংহতি ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে এটি প্রশংসনীয় সুনাম অর্জন করেছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি