সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে মহাখালী র্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্টগামী যানবাহন চলাচল করতে পারবে।
ডিএমপি সদর দপ্তর থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকার দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে প্রায় সব যানবাহন তেজগাঁও-লাভ রোড ক্রসিং হয়ে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। এতে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানজট তৈরি হচ্ছে।”
এ অবস্থায় যানজট কমাতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব ধরনের যানবাহনকে মহাখালী র্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যদি তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানবাহনের চাপ বেশি থাকে, তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীত দিকের র্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্ট অভিমুখে চলাচল করতে হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি