• বিনোদন
  • ঢাকায় হলিউডের জন্য নির্মিত হচ্ছে “Timeless Waltz”

ঢাকায় হলিউডের জন্য নির্মিত হচ্ছে “Timeless Waltz”

২:১০ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
ঢাকায় হলিউডের জন্য নির্মিত হচ্ছে "Timeless Waltz"

শাহীন আলম জয় (প্রধান প্রতিবেদক) সম্পৃতি ঢাকার বিভিন্ন স্থানে আমেরিকার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান 6D Film Studios এর ব্যানারে ও বাংলাদেশের ২৪ আলফা প্যাক প্রোডাকশনের সহযোগিতায় বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম “এমাজন প্রাইম ভিডিও” এর জন্য নির্মিত “Timeless Waltz” নামক চলচিত্রের শুটিং করছেন হলিউডের ডিরেক্টর “লিওন লি”। উক্ত চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও চিফ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাংলাদেশের ডিরেক্টর রিফাত হাওলাদার শামিল।

উক্ত চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক ও জনপ্রিয় অভিনেত্রী আইরিন ইরানী।

জানাগেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই “এমাজন প্রাইম ভিডিও” তে চলচ্চিত্রটি দেখা যাবে। এই চলচ্চিত্রের আরো অভিনয় করেছেন মডেল দেলোয়ার উদ্দিন, তাইয়েবা রহমান সুকন্যা, এল ডি হৃদয়, তাহমিনা নুর তানিয়া প্রমুখ।

মন্তব্য লিখুন

আরও খবর